শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জ ওসমানীনগরে পোকায় সর্বনাশ বোরো বীজতলা



বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন হাওরে বোরো বীজতলায় পোকা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শত শত একর জমির চারা নিঃশেষ হয়ে গেছে। এ নিয়ে কৃষকদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে। তারা পোকা দমনে জরুরী ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় চলতি মৌসুমে বোরো আবাদ ব্যাপক হারে কমে যাবার আশঙ্কা রয়েছে। অবশ্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা পোকা দমনে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।

সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে আলাপকালে জানা গেছে, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার প্রায় প্রতিটি হাওরে বীজতলায় বোরো চারায় পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শত শত একর জমির চারা প্রায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বালাগঞ্জ উপজেলার মাইজাইল হাওর, চাতল হাওর, গোরাপুর হাওরসহ বিভিন্ন হাওরের অনেক বীজতলা বিরানভূমি হয়ে পড়েছে। এসব হাওরের অনেক কৃষক নতুন করে বীজ বুনছেন। অথচ সাপ্তাহখানেকের মধ্যেই পুরোদমে রোপণ শুরু হবার কথা ছিল। কৃষকরা জানিয়েছেন, অচেনা পোকার আক্রমণে তাদের বীজতলা চারাশূণ্য হয়ে পড়ায় নতুন করে বীজবপন করতে হচ্ছে। এতে আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়াও রোপণ প্রায় এক মাস পিছিয়ে পড়ছে। এরপরও বীজ সংকটের পাশাপাশি পুনরায় পোকার আক্রমণের আশঙ্কাও উঠিয়ে দেয়া যাচ্ছে না। সব মিলিয়ে কৃষকদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে। বালাগঞ্জ উপজেলার বোরো কৃষক জমসেদ আলী, মিজানুর রহমান মির্জা, মুতিন মিয়া, আলী হোসেন, মুতলিব মিয়া, আবু বক্কর প্রমুখ জানিয়েছেন, তাদের হাওরসমুহের বীজতলার চারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বীজতলার চারা নিঃশেষ হয়ে গেছে। স্থানীয় কৃষকরা পুনরায় বীজ বুপন করতে হচ্ছে। তারা জরুরী ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি কামনা করেছেন।

এদিকে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার হাওরাঞ্চলে ‘অচেনা’ পোকার প্রাদুর্ভাবে বীজতলায় ব্যাপক বিষয়ে বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. সুমন মিয়া সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘অচেনা’ এ পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় বীজবপণের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া পোকা দমনে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি নিজেও ওসমানীনগর উপজেলার সাদীপুর, গোয়ালাবাজার, বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর, বালাগঞ্জ সদরসহ বিভিন্ন ইউনিয়নের হাওর পরিদর্শন করে কৃষকদের দিগনির্দেশনা প্রদান করছেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!