মো. আলতাফুর রহমান একজন মানুষ গড়ার কারিকর। দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় এ ব্যক্তিত্ব একাধারে মুক্তিযুদ্ধ সংগঠক এবং শিক্ষকতা পেশায় অনন্য ভূমিকা রেখে গেছেন। আজ (১২ ডিসেম্বর) তাঁর ১০ম মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের ১২ডিসেম্বর তিনি ইহজগত ত্যাগ করেন।
সর্বজন শ্রদ্ধেয় মো. আলতাফুর রহমান ১৯২৩ সালের ০৫জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি জালালপুর ইউনিয়নের রায়খাইল (শিকদার বাড়ি) গ্রামের কৃতিসন্তান। মো. আলতাফুর রহমান জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক। কর্মজীবনে জালালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করলেও তিনি আমৃত্যু শিক্ষার জন্য কাজ করে গেছেন। জালালপুরবাসী সব সময় তাঁকে জালালপুর উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক হিসেবে গণ্য করতেন।
মো. আলতাফুর রহমান ৩ছেলে, ২মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী শিক্ষার্থী রেখে গেছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী মো. আলতাফুর রহমান শিক্ষকতার পাশাপাশি আমাদের মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালিন সদস্য হিসেবে ১৯৯৭ সালের আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মাননা সনদ এবং ক্রেস্ট লাভ করেন।
মো. আলতাফুর রহমান-এর ছেলে বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী শহীদুর রহমান শাহিন তাঁর পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া কামনা করেছেন। এ ব্যাপারে আলাপকালে তিনি বলেন, ‘আমরা আমাদের বাবাকে আজীবন শিক্ষা এবং মানব সেবায় নিয়োজিত থাকতে দেখেছি। আমরা তাঁর সন্তান হিসেবে গর্বিত। আমাদের বাবার মতো আমরাও এলাকার শিক্ষা এবং সমাজসেবায় নিয়োজিত থাকতে চাই। আমরা জালালপুরবাসী এবং দেশবাসীর কাছে আমাদের বাবার রুহের মাগফেরাতের জন্য দোয়া চাই’।