শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২০২১ সালের একুশে বইমেলা স্থগিত



করোনা’র সংক্রমণ পরিস্থিতিতে আগামী বছরের একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি। শুক্রবার এক সভায় তারা এ সিদ্ধান্ত নেয়। তবে বাংলা একাডেমি এবারের বইমেলা অনলাইনে আয়োজনের প্রস্তাব দিয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক, কবি হাবীবুল্লাহ সিরাজী এসব তথ্য নিশ্চিত করেন।

হাবীবুল্লাহ সিরাজী শুক্রবার রাতে আরো বলেন- করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে সামাজিক দূরত্ব রেখে বইমেলা আয়োজন সম্ভব নয়। সে জন্য ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করেছি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

তিনি বলেন, আমরা কর্তৃপক্ষকে ভার্চুয়াল বইমেলা আয়োজনের প্রস্তাব দেব। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে কীভাবে অনলাইনে বইমেলা করা হবে সে বিষয়ে পরে চূড়ান্ত পরিকল্পনা করব।

প্রতিবছর ফেব্রুয়ারিতে মহান ভাষা আন্দোলনের স্মরণে বাংলা একাডেমির পক্ষ থেকে আয়োজন করা হয় বইমেলা। সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশে গত কয়েক বছর ধরে বইমেলার আয়োজন হয়ে আসছে।

তবে চলতি বছর মার্চ মাস থেকে দেশে করোনা মহামারির সংক্রমণ শুরু হয়। এ পরিস্থিতিতে কয়েক দফা লকডাউন ঘোষণা হয়।

শীতের শুরুতে বিশ্বজুড়ে আবার করোনা সংক্রমণ বেড়েছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।

এ পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন সম্ভব নয় বলে জানায় বাংলা একাডেমি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!