গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যুক্তরাজ্য আগমনকে স্বাগত জানিয়ে এক সভা করেছে যুক্তরাজ্য মৎস্যজীবী লীগ। গত ১৭ জুলাই (বুধবার) সন্ধ্যা ৮টায় পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের আহবায়ক আজরফ আলী নূর এর সভাপতিত্বে ও সদস্য সচিব জালাল উদ্দিন করিমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন আর সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশের সর্বত্র উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে তাঁর সরকার কাজ করে যাচ্ছে। তাই প্রবাসীদের স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে বিশ্বাসী হয়ে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার প্রসারে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান। তাছাড়া যুক্তরাজ্য মৎসজীবী লীগকে একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবাহ। আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন – দক্ষিণ সুরমা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কামাল, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, সামাদ শাহীন, স্বপন মিয়া, সেলিম আহমদ, তোফায়েল আহমদ, সুহেল আহমদ, কামরান আহমদ, হোসেন আহমদ, মাসেদ আহমদ প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যে আজরফ আলী নুর উপস্থিত সকলকে তাঁর সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতা-কর্মী।