বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৩ জুলাই (মঙ্গলবার) উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ( অঃদাঃ) নির্মল চন্দ্র বনিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ। বিশেষ অতিথি ছিলেন – উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, উপজেলা খাদ্য নিযন্ত্রক কর্মকর্তা জসিম উদ্দিন সরকার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, সাপ্তাহিক কুশিয়ারার কূলের প্রকাশক হুসাইন আহমদ।
সাজেদা বেগমের কোরআন তেলাওয়াত ও নবমিতা চক্রবর্তী এর গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন – ফিস ওয়াল্ড এর আতিকুর রহমান ও সুচনার ইমরানা বেগম ইমা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, জাগির হোসাইন, ক্ষেত্র সহকারী শেখ আবু নাহিদ, সামছুল ইসলাম প্রমুখ।
এবারের মূল্যায়নে উপজেলা পর্যায়ে সফল পোনা নার্সারী মোঃ আজম আলী, সফল মৎস্য চাষী মোছাঃ জেসমিন বেগম ও শশাংক দাশ। এবং অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় বিজয়ী দল নির্বাচিত হয় বালাগঞ্জ সরকারি ডিএনএ উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের যে প্রতিযোগিরা পুরস্কার গ্রহণ করে তারা হচ্ছে – মুরাদুজ্জামান, নবমিতা চক্রবর্তী, হাফিজুর রহমান রহমান অযন, রোকেয়া আক্তার সিনথিয়া, সামিয়া আক্তার শাম্মী ও মাহবুবা বেগম মিতা।