সিলেটের ফেঞ্চুগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাইজগাঁও ইউনিয়ন ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন। শিক্ষক শহীদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনিরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলতাবুর রহমান রুনু, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছসহ ইউনিয়ন পরিষদের চেয়াম্যানগণ।
বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তা কর্মচারীসহ শত শত ক্রীড়ামোদী দর্শক খেলা উপভোগ করেন। মাইজগাঁও ইউনিয়ন ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি টাইব্রেকারে নিস্পত্তি হয়। যেখানে উওর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন জয় লাভ করে।