সিলেট ৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন- দক্ষিণ সুরমার রাস্তাঘাটের উন্নয়ন তেমন একটা হয়নি। অনেক রাস্তা উন্নয়ন বঞ্চিত। এ অঞ্চলের মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি নির্বাচিত হলে দক্ষিণ সুরমাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গঠন করতে চাই। নির্বাচনে বিজয়ী হলে বিশেষ আইনে ঘরে ঘরে গ্যাস দিব ইনশাআল্লাহ। জনগণের হক্ব আমি বিনষ্ট করব না এই কথা দিতে পারি। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, জীবনের শেষ সময়টাও মানুষের কল্যাণে ব্যয় করতে চাই।
তিনি বৃহস্পতিবার (১৫ জুলাই) দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় লাঙ্গল মার্কার সমর্থনে গণসংযোগ শেষে পথসভায় এসব কথাগুলো বলেন।
সন্ধ্যায় দক্ষিণ উপজেলার জালালপুর বাজারে নির্বাচনী জনসভায় অংশ নেন। জনসভা শেষে হাজার হাজার নেতাকর্মী তাকে ঘিরে মিছিলে মিছিলে পুরো বাজার প্রদক্ষিণ করে।
এ সময় তার সাথে ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টি’র যুগ্ন আহবায়ক আহসান হাবীব মঈন, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি শাহ আলম সহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।