শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জের নশিওর পুর গ্রামে সরকারি রাস্তা দখলের অভিযোগ: দখলদারদের দখল ছাড়ার নির্দেশ প্রদান



বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের নশিওর পুর গ্রামের একটি সরকারি রাস্তা দখলের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি দখলমুক্ত করার জন্য সম্প্রতি গ্রামবাসীর পক্ষে আশরাফ আলী তার প্রতিবেশী আনহার আলী, মনফর আলী, সুন্দর আলী, আব্দুল মুকিত ও নজরুল আলীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেন।

এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২ ফ্রেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডলের উপস্থিতিতে উপজেলা সার্ভেয়ার নাজমুল আলম সীমানা নির্ধারণ করে প্রাথমিক অবস্থায় সরকারি ভূমি চিহ্নিত করে পিলার বসান।

এদিকে অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে সরকারি ভূমির দখল ছাড়ার নির্দেশ প্রদান করে উপজেলা সহকারী কমিশনার বলেন, নিজ দায়িত্বে সরকারি ভূমির দখল না ছাড়লে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন নশিওর পুর গ্রামের মুরব্বি হাজী সাইস্তা মিয়া, আব্দুল জলিল, সুরুজ আলী মহাজন, তকলিসুর রহমান, আব্দুস শাহাদাত রুকন, সাংবাদিক এসএম হেলাল, তফসিলদার খলিলুর রহমান, মুজিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!