বালাগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুর নিবাসী হাজী মো. ছয়ফুর রহমান (৯০) আর নেই। তিনি বৃহস্পতিবার (১ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুরস্থ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে, ৪মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা শুক্রবার (২ডিসেম্বর) সকাল ১১টায় রাজাপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
হাজী মো. ছয়ফুর রহমান বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি, বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, বোয়ালজুড় বাজার শাহ মকসুদ শাহ মনির উদ্দিন হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য, বোয়ালজুড় বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সদস্য, বোয়ালজুড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ কমিটির অন্যতম সদস্য, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।