বালাগঞ্জের ইউনিটি ক্রিকেট ক্লাবের উপদেষ্টা নির্বাচিত হলেন – সুপ্রীম কোর্ট আইনজীবী ও সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন। ক্লাবের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবের প্রতিষ্টালগ্ন ও পরবর্তী সময় থেকে উপদেষ্টা হিসেবে আছেন – তখলিছুর রহমান, মাস্টার মতাহির হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ কুতুব, এডভোকেট মোহাম্মদ জুয়েল, অধ্যাপক মোঃ বদরুজ্জামান প্রমুখ। তাদের সাথে এখন উপদেষ্টা হিসেবে অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপনের নাম ও সংযুক্ত হলো।
উপজেলার অন্যতম পুরাতন এই ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি – বাফুফে রেফারি ও বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এমরানুর রহমান ইমরান ও প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক – এলাকার কৃতি ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক সাহাজ উদ্দিন সাজু। ক্লাবের সাথে সম্পৃক্ত আছেন – বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক মুহাম্মাদ শরীফুজ্জামান ও বাংলাদেশ জাতীয় দলের পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।