বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কমলগঞ্জ উপজেলা নির্বাচন

চেয়ারম্যান প্রার্থী আব্দুল আহাদ মিনারের গণসংযোগ



গত ২ মার্চ (শনিবার) সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ ওয়ার্কাস পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, কমরেড আব্দুল আহাদ মিনার ব্যাপক গণসংযোগ করেছেন।

এ সময় তিনি উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার, মুন্সীবাজার, উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স’র গোপালনগর বাজার, পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় ও পৌর চৌমুহনীতে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আহাদ মিনার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে কথা বলেন। এদিকে এ গণসংযোগের ফলে আব্দুল আহাদ মিনারের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!