শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন



সারাদেশের ন্যায় বালাগঞ্জে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গণটিকাদান এ কার্যক্রমের প্রথম দিনে প্রথম টিকা নিয়েছেন বালাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ব্যান্ড হাউজের সত্বাধিকারী মো.জালাল মিয়া।

বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ (অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন) এ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান রবিবার (৭ ফেব্রয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট-০৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস। এছাড়াও বক্তব্য রাখেন – উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাঃ এস এইচ, এম শাহরিয়ার, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়াসহ প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।

বালাগঞ্জউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাঃ এস এইচ, এম শাহরিয়ার বলেন, প্রথমদিনে ২৯ জনকে টিকাপ্রদান করা হয়েছে। বরাদ্দ অনুযায়ী সরবরাহ অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!