রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের দক্ষিণ হরিশ্যাম ও গৌরীপুরে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন



বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ হরিশ্যাম ও গৌরীপুরে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মাহবুবুল আলমের সভাপতিত্বে ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম জহির আহমেদ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু।

এছাড়াও উপস্থিত ছিলেন – পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান খলকু, ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমদ, আওয়ামী লীগ নেতা নিয়াজ আলী, আশরাফ আহমদ, সালেহ আহমদ, সাজুল ইসলাম, সাইদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ হরিশ্যাম ও গৌরীপুর গ্রামে ৬৭ লক্ষ টাকা ব্যয়ে ২৫৭ জন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!