বালাগঞ্জের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী ও শিক্ষানুরাগী মো. জহির মিয়া বাবুলকে সংর্বধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সংর্বধনার প্রদান করা হয়।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলামের সভাপতিত্ব এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. মাজেদা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন -সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের গেইট দাতা, যুক্তরাজ্য প্রবাসী মো. জহির মিয়া বাবুল।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- কান্দিগাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী মো ছুরাব আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহ মো. হেলাল, শিক্ষানুরাগী নুরুল ইসলাম, হাজী হরমুজ আলী, ব্যবসায়ী লায়েক আহমদ, মাওলানা আবু আনাছ, বিদ্যালয়ে সহকারী শিক্ষক লাভলী বেগম, শিরিন আক্তার, সহকারী রাসেল আহমদ প্রমপখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।