বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বড়জমাত যুবসমাজের অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান মুন্নার যুক্তরাজ্য প্রত্যাবর্তন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি) বড়জমাত যুবসমাজের উদ্যোগে স্থানীয় মাদ্রাসা বাজারস্থ এস আলম পয়েন্ট এ সংবর্ধনা প্রদান করা হয়। বড়জমাত যুব সমাজের অন্যতম সদস্য এস আলমের সভাপতিত্বে এবং যুবসমাজের অন্যতম সদস্য মোস্তাক আহমদ মছরুর পরিচালনা অনুষ্ঠানে বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান মুন্না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – বড়জমাত যুব সমাজের অন্যতম সদস্য আবু তাহের, নেহার আলী, ইয়ামিন আহমদ, এমরান আহমদ, জসিম উদ্দিন, আব্দুস ছবুর, ইমরান আহমদ, নাইম আহমদ, নুরুল আমিন, শামীম আহমদ, ইমন আহমদ, জুয়েল আহমদ, আলী হোসেন, শাহরিয়ার আহমদ, সাব্বির আহমদ, আমিনুল ইসলাম, নাহিদ আহমদ, শাকিল আহমদ, রাহেল মিয়া, ইমাদ উদ্দিন, আবির আহমদ ও হেলাল মিয়া।
বিশিষ্ট ব্যবসায়ী এস আলমের সৌজন্যে আয়োজিত ঐ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মান ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামিয়া গহরপুরের শিক্ষক হাফিজ মাওলানা সাইফুল ইসলাম।