সিলেটের প্রতিথযশা সাংবাদিক, কবি, সাহিত্যিক ও বালাগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন শীরুর ৯ম মৃত্যু বার্ষিকী আজ। ২০০৯ সালের আজকের এই তারিখে (২৫সেপ্টেম্বর) তিনি মৃত্যুবরন করেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও তাঁর পরিবারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচী গুলোর মধ্যে রয়েছে- সকাল ১০.০০ঘটিকায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গনে খতমে কোরআআন, বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়া এবং কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। মিলাদ, দোয়া, কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে প্রয়াত মহিউদ্দিন শীরুর সকল শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ বহলুল।
উল্লেখ্য, মহিউদ্দিন শীরু ১৯৫৫ সালের ২৫ জুলাই সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। প্রতিথযশা এই প্রয়াত সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট কার্যালয়ের প্রধান ছিলেন।