মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

আল-হেরা আইডিয়াল একাডেমির অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলা সদরের ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান আল-হেরা আইডিয়াল একাডেমি বালাগঞ্জ এর অভিভাবক ও সুধী সমাবেশ সোমবার (২৫ নভেম্বর) একাডেমির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও একাডেমির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর এর সভাপতিত্বে ও একাডেমির সাবেক শিক্ষক গিয়াস উদ্দিন নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল আশিকুর রহমান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, সাবেক চেয়ারম্যান এম এ মতিন, সাবেক শিক্ষা অফিসার নেছার আহমদ, একাডেমির পরিচালনা বোর্ডের সহকারী ব্যাবস্থাপনা পরিচালক হুসাইন আহমদ মিসবাহ, বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, একাডেমির সিনিয়র শিক্ষক গুলজার আহমদ চৌধুরী, নিখিল রঞ্জন দাস, সারওয়ার হোসেন সাকিব, রোজি বেগম, রুপা দাস, একাডেমির ছাত্র ছাত্রীদের অবিভাবকসহ বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!