বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ওসমানীনগরের মমনুন



ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ওসমানীনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী মো. মমনূর রহমান মমনুন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ করেছেন। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষের জন্য ফাউণ্ডেশন’র পক্ষ থেকে গত ২৩ নভেম্বর এ এ্যাওয়ার্ড গ্রহণ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাভূক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মারহাবা এণ্টারপ্রাইজের মাধ্যমে সরকারের শতভাগ বিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়ন কাজে বিশেষ অবদান ও সমাজসেবায় অবদানের জন্য তিনি এ অ্যাওয়ার্ড লাভ করেছেন।
‘আলোকিত মানুষের জন্য ফাউণ্ডেশন’র এ এ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে গত শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার হলে “উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা’র ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ‘শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সুপ্রিয় কোর্টের বিচারপতি মো. আব্দুস সালাম মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান।
মো. মমনূর রহমান মমনুন ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের মীরপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন। তার ছোটভাই মাওলানা কাজী মঞ্জুর আহমদ মীরপুরী বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের পিতা মাওলানা মো. কুতুব উদ্দিন (রহ.) ঐতিহ্যবাহী মাদারবাজার ফয়জুল উলুম হাফিজিয়া সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাকালিন শিক্ষক ছিলেন।
এ ব্যাপারে আলাপকালে মো. মমনূর রহমান মমনুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, সরকারের জনবান্ধব কর্মসূচি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ক্ষেত্রে মারহাবা এণ্টারপ্রাইজের অবদান এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ‘আলোকিত মানুষের জন্য ফাউণ্ডেশন’র পক্ষ থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!