শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে হাবিবের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন



সিলেট- ৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে প্রচারণার জন্য ফেঞ্চুগঞ্জে যুবলীগের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

উপজেলায় ৩৬ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ৩৬টি কেন্দ্রে কমিটি গঠন করেছে যুবলীগ। প্রতিটি কেন্দ্র কমিটিতে ১৫ সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার সদর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম নিমু, মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু কমিটি ঘোষণা করেন। কমিটিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের রাখা হয়েছে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্ বলেন- হাবিবুর রহমান হাবিবকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। তাকে বিজয়ী করতে যুবলীগ নেতাকর্মীদের কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া দেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের কাছে তুলে ধরে ভোট চাইতে হবে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!