দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল (মিরগাঁও) গ্রামে মরহুম হাজী সুনাই মিয়া চৌধুরীর পরিবারের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তাঁর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মো. জয়নুল হক চৌধুরীর অর্থায়নে স্থানীয় ২শ অস্বচ্ছল, সুবিধাবঞ্চিত পরিবারকে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে রায়খাইল (মিরগাঁও) গ্রামে প্রবাসীর নিজ বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অন্ষ্ঠুানে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান শাহিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলী হোসেন, জালালপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান শিকদার বাবুল মিয়া, সমাজকর্মী আব্দুস সালাম সুহেল, মো. মোজাম্মিল আলী, সলমান আহমদ চৌধুরী, মো. মতিন মিয়া, মো. কয়েছ মিয়া, প্রবাসী পরিবারের সদস্য মো. আবুল হোসেন লিপন, মো. গৌছ মিয়া, সেজুল হক, পাবেল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।