বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের শেখ এম.এ কাইয়ুম এবং তার পুত্র শেখ তারেকুজ্জামানকে অর্থ আত্মসাত ও প্রতারণা মামলায় কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে। কতোয়ালী সিআর (১৭৬০/১৯) মামলায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের বিচারক আমিরুল ইসলাম ৪২০ ধারায় মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে এ রায় প্রদান করেন। রায়ে পিতা-পুত্র উভয়কে ৩বছরের কারাদণ্ড, ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের দৌলতপুর গ্রামের খসরু মিয়া (মো. খসরুজ্জামান) কর্তৃক দায়েরকৃত মামলায় এ রায় প্রদান করা হয়। মামলায় বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সায়েম খান এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের বিচারক আমিরুল ইসলাম ৪২০ ধারায় এ রায় প্রদান করেছেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে এ রায়ে মামলার অপর আসামী আবুল কালাম দোলনকে খালাস প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ এমএ কাইয়ুম এবং তার পুত্র শেখ তারেকুজ্জামানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।