শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট – ৩ আসনের জনগণের কাছে দোয়া চেয়েছেন ফারজানা সামাদ চৌধুরী



সিলেট ৩ আসনের উপ নির্বাচন ঘিরে রয়েছে জনমনে উত্তেজনা। কে পাচ্ছেন নৌকার টিকেট সেই আলোচনা এখন সর্বত্র। ইতমধ্যে সম্ভ্যাব্য সকল প্রার্থীই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছেন সিলেট ৩ আসনে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের জন্য অংশ গ্রহণের আগ্রহ নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর সহধর্মিণী ফারজানা সামাদ চৌধুরী।

তিনি সিলেট ৩ আসনের সর্বস্তরের জনসাধারণের কাছে তার ব্যক্তিগত প্রত্যাশা নিয়ে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, তিনি আজ (সোমবার) আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ফরম জমা দেবেন বলে জানা গেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস বলেন- আমরা ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া চাই, আমাদের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর সহধর্মিণীর মাধ্যমে যেন অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করা যায়। এজন্য আশাবাদী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে প্রধানমন্ত্রী ফারজানা চৌধুরীকে সেই সুযোগ দেবেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!