বালাগঞ্জে হাওরে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে একজন নিহত হবার সংবাদ পাওয়া গেছে। নিহত আনছার আলী (৬৫) উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি আজ রোববার সকাল সাড়ে ১০টায় তার বাড়ির পাশের জমিতে ধান কাটতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। মৃত্যুকালে তিনি ৪ছেলে, ২মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বজ্রপাতের ঘটনার পরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সাথে থাকা নাতি এমাদ আহমদ (১২) আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বালাগঞ্জ থানার এসআই জহর লাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ, সাবেক ইউপি সদস্য ইলিয়াস মিয়া, রোটারিয়ান সাহিদুল হক সুহেল, আওয়ামী লীগ নেতা চুনু মিয়া, সমাজকর্মী মিজানুর রহমান মির্জাসহ এলাকাবাসী নিহতের শোকার্ত পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন।