শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মাওলানা শাহাদাত শাফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত



এম এ মাজেদ, ফেনী : গত বুধবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ফেনী সদর কাতালিয়া (ফরাজিকোনা) মাদ্রাসায় মাওলানা শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্র ও ইসলামী হোমিওরিসার্চ সেন্টারের উদ্যোগে এক মতবিনিময় সভা ফরাজিকোনা মাদ্রাসার মুহতামিম মাওলানা মজিবুলহক ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শাহাদাত শাফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্রের প্রধান সমন্বয়ক, হিউম্যন রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও হোমিও বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষন কেন্দ্রের কো-চেয়ারম্যান ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ, অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিম, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুনবী, মাওলানা নুরুল হায়দার, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা শরিফুল ইসলাম, মাষ্টার জহিরুল ইসলাম, মুহা. আইয়ুব আলী, মুহা. সালাউদ্দীন, মুহাম্মাদ মুজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আগামী ১ মার্চ ২০১৯ রোজ শুক্রবার সকাল ১০ টা থেকে মাওলানা শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ফ্রি চিকিৎসা বিষয়ে নানা উদ্যোগ ও কর্মসূচি বিষয়ে মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। এতে জানানো হয়, গত ২ বছর যাবত নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে প্রতি মাসে বিভিন্ন প্রতিষ্ঠানে মাওলানা শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্র ও ইসলামী হোমিওরিসার্চ সেন্টারে উদ্যোগে ও ডা. মাহতাব হোসাইনের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!