রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভেট্টরি আসছেন আজ



বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টরি নিয়োগ পেয়েছেন সেই জুলাই মাসের শেষে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাঁ হাতি স্পিনার অবশেষে দায়িত্ব নিতে যাচ্ছেন। ভারত সফরের জন্য জাতীয় দলের স্পিনারদের প্রস্তুত করতে আজ শুক্রবারই ঢাকায় পা রাখছেন তিনি। ভেট্টরি আসার খবরটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

গত ২৭ জুলাই স্পিন বোলিং কোচ হিসেবে সাবেক এই কিউই স্পিনারের নাম ঘোষণা করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ১০০ দিনের জন্য ভেট্টরি কাজ করবেন বাংলাদেশ দলে। এর মধ্যে থাকবে ভারত সফর, এশিয়া কাপ, ২০২০ সালে নিউজিল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভেট্টরি প্রধান কোচ হিসেবে কাজ করেছেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। একই ভূমিকায় ছিলেন বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটেও।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!