ফেনীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অভিযুক্ত ১৬ আসামীর মৃত্যুদণ্ড ঘোষণা করে আদালতের দেয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সদ্য সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য, গ্রাণ্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের বোর্ড অব ডাইরেক্টর, সিলেট ডেল্টা স্পেশালাইজড হসপিটালের ডাইরেক্টর, আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মোরারবাজারস্থ নেহার কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজকর্মি, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক।
এক বিবৃতিতে তিনি নুসরাত হত্যার দ্রুত বিচার সম্পন্নের জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আদালতের প্রদত্ত রায়কে স্বাগত জানিয়েছেন। একই সাথে তিনি দ্রুততম সময়ে বিচারের রায় কার্যকর করার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এদিকে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে রায় ঘোষণার পর সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার মোরারবাজারে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সদ্য সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য, গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের বোর্ড অব ডাইরেক্টর, সিলেট ডেল্টা স্পেশালাইজড হসপিটালের ডাইরেক্টর, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মোরারবাজারস্থ নেহার কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজকর্মি, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুকের পক্ষ থেকে এ মিষ্টি বিতরণ করা হয়।
মোরারবাজারস্থ আলী সুপার মার্কেটে এ উপলক্ষে অনুষ্ঠিত সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সহ সাধারণ সম্পাদক এমএ কাদির, প্রবীণ মুরুব্বি শফিকুর রহমান চৌধুরী, মোরারবাজার পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা শাহজাহান আহমদ, সমাজকর্মী মাওলানা শিহাব উদ্দিন খান, আব্দুল আহাদ, ব্যবসায়ী আজমল হোসেন, মোস্তাফিজুর রহমান, জুনেল আহমদ, বদরুল ইসলাম, আব্দুল আলিম, আব্দুল ওয়াহিদ, রুহেল আহমদ, লেবু মিয়া, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির রায় ঘোষণাকে স্বাগত জানিয়ে সরকার এবং সংশ্লিষ্ট সকল মহলকে ধন্যবাদ জানান। বক্তারা দ্রুততম সময়ে অপরাধীদের বিরুদ্ধে রায় কার্যকরের দাবি জানিয়েছেন।