সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাজী ছাইম উল্লাহ ট্রাস্টের উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের উপহারসামগ্রী প্রদান



পবিত্র রমজান মাস উপলক্ষে বালাগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে হাজী ছাইম উল্লাহ স্মৃতি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। গত বুধবার (১৩ মে) বালাগঞ্জ সদর ইউনিয়নের অর্ধশতাধিক মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে এসব উপহারসামগ্রী প্রদান করা হয়।

এদিকে হাজী ছাইম উল্লাহ স্মৃতি কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মো. আব্দুল কুদ্দুছ, আব্দুল হাই খোকন এবং আব্দুল ওয়াদুদ সুমনের অর্থায়নে উপহারসামগ্রী প্রদান উপলক্ষে গত বুধবার (১৩ মে) বিকালে বালাগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর। আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!