প্রবাসী বালাগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গত ১৪ আগস্ট (বুধবার) পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরায় বাংলাদেশ থেকে আগত অতিরিক্ত সচিব ও স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমানের সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। পূর্ব গৌরীপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে আয়োজিত উক্ত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজ উদ্দিন বেগ। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছিত চৌধুরীর পরিচালনায় সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা শেখ মনোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি বাংলাদেশ থেকে আগত অতিরিক্ত সচিব ও স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, বালাগঞ্জ প্রতিদিনের প্রধান ও সাপ্তাহিক সুরমার স্পোর্টস এডিটর মুহাম্মাদ শরীফুজ্জামান, সর্ব ইউরোপিও ইউনিয়ন মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক দেলওয়ার হোসেন বেগ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – মোঃ বাদশা মিয়া, আব্দুস সামাদ চৌধুরী সোহেল, মির্জা শরীফ, ইমরান বেগ ও সুমন বেগ প্রমুখ।
সভায় পূর্ব গৌরীপুর ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এবং সংবর্ধিত অতিথিকে পূর্ব গৌরীপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।