ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার ছাত্র সংসদ ‘আন-নূর ছাত্র কাফেলা’র ঈদ আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১১ আগস্ট) বাদ এশা মাদরাসা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজনে সঙ্গীত, তেলাওয়াত, শিক্ষনীয় কৌতুক, দর্শক পর্বসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, আন-নূর ছাত্র কাফেলার জিএস হিফজুর রহমান হাম্মাদ, এজিএস আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠান চলাকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার বিভিন্ন শ্রেণির ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।