রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আপনারদের কাছে আমার চাওয়া সিলেট- ৩ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিবেন : হাবিব



সিলেট- ৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, সিলেট- ৩ আসনের মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই, সিলেট- ৩ আসনের নির্বাচনী এলাকাকে সফল বাণিজ্য বন্দর হিসেবে গড়ে তোলার আশ্বাস প্রদান করেন এবং সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন, তাই বর্তমান সরকারের উন্নয়নের বার্তায় মানুষের কাছে পৌছে দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন আপনারদের কাছে এই চাওয়াটা আমার।

আজ বুধবার (৩০ জুন) সকাল ১১টায় দক্ষিন সুরমার সোবহানীঘাটস্থ এলাকায় ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির উদ্যোগে ব্যবসায়ীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ছাদ মিয়ার সভাপতিত্বে ও সমাজসেবী ছাত্রনেতা জাহেদ আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ব্যবসায়ী হাজী ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ সভাপতি ব্যবসায়ী মো. আলেক মিয়া, সহ সভাপতি মো. কয়ছর আলী, মো. হারিছ মিয়া, মো. আলাউদ্দিন মিয়া, ব্যবসায়ী মো. পংকি মিয়া জালালী, সাধারণ সম্পাদক মো. রাজু মিয়া, সহ সাধারণ সম্পাদ মো. জলিল মিয়া, মো. সেলিম মিয়া, মো. দুলাল আহমদ, মো. মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মো. শফিক মিয়া, সহ অর্থ সম্পাদক মো. রাজা মিয়া, প্রচার সম্পাদক মো. আমির আলী, সহ প্রচার সম্পাদক মো. মাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. দীপু মিয়া, সহ দপ্তর সম্পাদক মো. জীবন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. খছরু মিয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. নারু দেব, সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদ কাজী, সহ সমাজকল্যাণ সম্পাদক মো. বাদশা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. কবির মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক মো. তাজুল ইসলাম তাজির, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রব, সহ ক্রীড়া সম্পাদক মো. জুবের আহমদ, সাহিত্য সম্পাদক মো. শাকুর মিয়া, সহ সাহিত্য সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ত্রাণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন, সহ ত্রাণ সম্পাদক মো. আবু সুফিয়ান, সদস্য সুয়েব আহমদ সানু, মো. ছমির উদ্দিন, মো. ইউসুফ মিয়া, রিপন বাবু, জোহায়ের আহমদ, বাচ্চু মিয়া, খলিলুর রহমান, আপ্তাব মিয়া, ছালেক মিয়া, আশরাফ মিয়া, নাজির মিয়া, রাজিব মিয়া, আব্দুর রহমান- প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!