শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে মাওলানা মুহিবুর রহমানের ইন্তেকাল: দাফন সম্পন্ন



বালাগঞ্জ উপজেলার চাম্পারকান্দি আন নূর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান (৫২) আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে আকস্মিকভাবে ব্রেণষ্টোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি এবং স্থানীয় চাম্পারকান্দি গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২মেয়ে ও ১ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে গতকাল শুক্রবার বাদ আসর স্থানীয় আল ফালাহ একাডেমি দাখিল মাদরাসা মাঠে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু, বিশিষ্ট শায়খুল হাদিস আল্লামা আব্দুশ শহীদ চাম্পারকান্দি, শাহ সুলতান (রহ.) মাদরাসার নায়েবে মুহতামিম নোমানুল হক চৌধুরী, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার শত শত শোকাহত এলাকাবাসী শরিক হন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!