বালাগঞ্জ উপজেলা সদরস্থ জামেয়া ইসলামিয়া ফিরোজাবাগ মাদ্রাসার শিক্ষক সাংবাদিক জাগির হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক।
মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – জামেয়ার শিক্ষক কামাল উদ্দিন, মাওলানা আবুল কালাম, মাওলানা ফখরুল ইসলাম ফারুক, মাওলানা আলী আছগর, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা শিব্বির আহমদ নোমান এবং বিদায়ী শিক্ষক জাগির হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র হাফিজ মাহফুজুর রহমান।