বালাগঞ্জে কৃষক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা হেডকোয়ার্টার থেকে শুরু হয়ে নবীনগর, বাসষ্টেশন, পশ্চিমবাজার, পুরাতন থানা রোড প্রদক্ষিণ শেষে বালাগঞ্জ ডাকবাংলো রোডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
কৃষক বাচাঁও-দেশ বাচাঁও এ শ্লোগানকে সামনে রেখে ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের আনন্দ মিছিল শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, সহসভাপতি আজিজুর রহমান লকুছ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া,উপজেলা আওয়ামী লীগের সদস্য পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ আলাল মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ তেরা মিয়া,সদস্য সচিব নীলমনি ধর, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মাহমদ হোসেন মাছুম, কৃষক লীগের আলাউদ্দিন, নীলমনি বিশ্বাস, মিজানুর রহমান লেচু, যুবলীগ নেতা শান্ত লাল দাস, লিটন মিয়া, টিপু সুলতান, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রাজু, পার্থ পালসহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।