মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকের বাদ মাগরিব বয়ান করেন। মাওলানা ছিদ্দীক কবর আজাব নিয়ে হৃদয় বিগলিত করা বয়ান পেশ করেন। জুমার পর থেকে ময়দানে লোকজন কমতে থাকলেও মাওলানা ছিদ্দীক বাদ মাগরিব বয়ানে বসার পর থেকে লোকজনের উপস্থিতি বাড়তে থাকে।
একই দিনে কুয়াকাটার তিন সহোদর একই স্টেজে বয়ান করার খবর এলাকায় প্রচার হলে এলাকাবাসীর আগ্রহ ও কৌতুহল বেড়ে যায়। জানা যায়, তিন ভাই এই প্রথম কোনো স্টেজে একই দিনে বয়ান করবেন।
জিরি মাদরাসার প্রিন্সিপাল বুজুর্গ আলেম আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়্যব সাহেব তাদের তিনভাইকে যথেষ্ট স্নেহ ও গাইড করে থাকেন। তাদের গর্বিক পিতা জনাব মোসলেম মুসুল্লী মুছাকেও ভালোবাসেন। আল্লামা শাহ তৈয়্যবের তত্ত্বাবধানে পরিচালিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি। প্রাচীনতম এই মাদরাসায় ১১২ তম বার্ষিক সভা ছিল আজ। আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়্যব মাওলানা আবরারুল হক রহ. এর একজন বিশিষ্ট খলীফা। দেশের প্রত্যন্ত অঞ্চলে তার হাজার হাজার ভক্ত মুরীদান উপস্থিত হন এই সভায়।
মাওলানা খোবায়েব ও মাওলানা হোসাইন আহমদের পরিচালনায়, দুই দিনে বয়ান পেশ করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা আজিজুল হক আল মাদানী, মুফতী মিজানুর রহমান সাঈদ, ড. আ ফ ম খালিদ হোসাইন-সহ দেশের খ্যাতিমান ওয়ায়েজীনে কেরাম।