নানা কর্মসূচির মধ্য দিয়ে বালাগঞ্জে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণী।
১৬ ডিসেম্বর (রোববার) বিজয় দিবসের প্রথম প্রহরে বালাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বালাগঞ্জে দিবসটির সূচনা করা হয়। স্থানীয় সংসদ সদস্য, বালাগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী, উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন পরিষদের চেয়ারম্যান মো. আব্দাল মিয়া, প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হক, বালাগঞ্জ থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ গাজী মো. আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আ’লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, যুগ্ন সাধারণ সম্পাদক এমএ মতিন প্রমুখ।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদারের পক্ষে বিএনপির নেতা আব্দুল কুদ্দুছ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল ইসলাম সেফুল, উপজেলার ছাত্রদলের সহসভাপতি মনসুর আহমদ প্রমুখ।
মহান বিজয় দিবস উপলক্ষে সকালে বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্টানিক ভাবে কর্মসুচীর উদ্ধোধন করা হয়। উপজেলার প্রসাশনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হক। উপজেলার সহকারী কমিশনার ভূমি সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, সাবেক ছাত্রনেতা আমীর আলী ও নয়ন তালুকদারের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, থানার অফিসার ইনচার্জ গাজী মো. আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. আনহার মিয়া চেয়ারম্যান, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, সাবেক চেয়ারম্যান এমএ মতিন, উপজেল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেল মৎস্য কর্মকর্তা নিখিল চন্দ্র বনিক, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রজ্জাজ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. জুনেদ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, পল্লী সঞ্চয় ব্যাংক এর কর্মকর্তা দিবাংশু রঞ্জন দাস, প্রকৌশলী মীর আলী শাকির, ডা. পবিত্র বনিক, শিক্ষক সাইফুল ইসলাম, আব্দুল মুমিত, নুরুল আমিন, মনির হোসেন, গবিন্দ চন্দ্র, তুলশী দাস, একরামুল হক, শুকুর আলী, শরীফ আহমদ, বিপল্ব দাশ, সাংবাদিক রজত দাস ভুলন, মো. আব্দুস শহিদ, হুসাইন আহমদ, কাজল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব
জুয়েল, সহসভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ছাত্রনেতা এ কে টুটুলসহ উপজেলার মুক্তিযুদ্ধা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্যেদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
এদিকে বিকেলে সিলেট-৩ আসনের সংসদ আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী আদিত্যপুর গনকবরে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাবের উপজেলার চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুরসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।