বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক জুলহান চৌধুরীর সিলেট মিররে যোগদান, ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন



দৈনিক সিলেট মিরর পত্রিকার ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন কৃতি সাংবাদিক শহীদ আহমেদ জুলহান চৌধুরী। গত ১ ডিসেম্বর তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রতিভাবান নির্ভীক এ সাংবাদিক ফেঞ্চুগঞ্জের প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি ফেঞ্চুগঞ্জ ডট কম’ এর সহকারী সম্পাদক হিসাবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। তাছাড়া এই মুহূর্তে  ‘বালাগঞ্জ প্রতিদিন’ এর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই দায়িত্ব পালনে ইতোমধ্যে তিনি পাঠক মহলে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছেন।

দৈনিক সিলেট মিরর পত্রিকায় যোগদান প্রসঙ্গে জুলহান চৌধুরী বলেন, মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা। একটি সুনামধন্য প্রিন্ট (দৈনিক সিলেট মিরর) পত্রিকায় যোগ দিলাম। সম্পাদক মহোদয় প্রখ্যাত সাংবাদিক আহমেদ নুরকে অশেষ ধন্যবাদ আমাকে নিয়োগ দেয়ার জন্য। সাংবাদিক জগতে দীর্ঘকাল থেকে আছি। তাই বেশ অভিজ্ঞতা ও আছে। এরপরও নতুন একটি পত্রিকা, তাই নতুন করে কিছুটা ভাবতে হবে। পাশাপাশি যে আস্থা নিয়ে ‍আমাকে নিয়োগ দেয়া হয়েছে সে আস্থার প্রতিদান দিতে হবে। আমি সবার সহযোগিতা ও দোয়া চাই। আামার এই দায়িত্ব পালনকালীন সময় প্রয়োজনে নির্দ্বিধায় যে কেউ আমার সাথে যোগাযোগ (০১৭১০৮৯০৯৪৯) করতে পারেন।

এদিকে সাংবাদিক শহীদ আহমেদ জুলহান চৌধুরী দৈনিক সিলেট মিরর পত্রিকায় যোগদান করায় বিশেষ ভাবে অভিনন্দন জানিয়েছে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব। এক অভিনন্দন বার্তায় ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক রাজা সায়মনসহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!