রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম বিতরণ ৮ জুন থেকে শুরু



জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইন ফরম বিতরণ আগামী ৮ জুন থেকে শুরু হয়ে ২২ জুন পর্যন্ত চলবে। প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২৮ জুলাই।

শুক্রবার (৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে প্রথম বর্ষ স্নাতক ও প্রফেশনাল শ্রেণীতে ভর্তির তারিখ ঘোষণা দেওয়া হয়।

প্রথম বর্ষ প্রফেশনাল কোর্সের ফরম বিতরণ চলবে ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে আজ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাকালের ১০ মাসের সেশনজট কমিয়ে আনতে বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) বিস্তারিত পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!