বালাগঞ্জে অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ সদস্য লোকন কাপ ফুটবল টুর্ণামেণ্টের ফাইনালে উঠার লড়াইয়ে সেমিফাইনাল খেলা শনিবার (০৬ মার্চ) থেকে শুরু হচ্ছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের স্থানীয় খাঁপুর সংলগ্ন মাঠে শনিবার বিকাল ৩টায় ১ম সেমি ফাইনালে মুখোমুখি হবে ফুটবল একাডেমি রবির বাজার এবং বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব বাংলাবাজার।
২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত আগামী মঙ্গলবার (০৯ মার্চ)। ওইদিন বিকাল ৩টায় আমীর হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ এবং বঙ্গবীর ওসমানী স্পোটিং ক্লাব দয়ামীর পরস্পর মুখোমুখি হবে।