গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৩৯২ জনে।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।
আজ মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৩৯ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।
গত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মধ্যে খুলনা বিভাগে ৪৬ জন, ঢাকা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচজন, সিলেটে বিভাগে, বরিশাল বিভাগে ৬জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত মার্চ ২০২০।
১১ মার্চ ২০২০ করোনা’কে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।