এদিকে এ ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সমাজসেবী মোঃ আব্দুর রশিদ, শেখ জামাল আহমদ খলকু, আব্দুল খালিক লন্ডী, ইকবাল হোসেন মানিক যুবনেতা সাবুল আহমদ, ইউপি সদস্য রিয়াদ আহমদ রিয়াজ, মিজু আহমদ লুলু, সুমন মিয়া আবুল কালাম, ছানা মিয়া, পিয়ার আলী,আব্দুল করিম, মারুপ আহমদ, মনাই মিয়া, ও আক্তারুজামান প্রমুখ।