প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃটিশ হোম অফিসের সাবেক কর্মকর্তা, বহু গ্রন্থের লেখক লাল মিয়া আর নেই। তিনি সোমবার (৫ জুলাই) রাত ১০:১০ মিনিটের সময় ম্যানচেষ্টারের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৭৮ বছর।
তাঁহার দেশের বাড়ি বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়নের মঈশাষী গ্রামে। বিলেতে তিনি ম্যানচেষ্টারের স্থায়ী বাসিন্দা ছিলেন। কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি গ্রেটার ম্যানচেস্টারের এশিয়ান কমিউনিটির প্রিয়মুখ ছিলেন।
উল্লেখ্য, মরহুম লাল মিয়া বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নানা।