বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা যুব সমাজের উদ্যোগে আকর্ষণীয় ইসলামী শিশুশিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান- ২০২৩ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে স্থানীয় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ‘জামিয়া দারুল হুদা সিলেট’ -এর খুদে শিক্ষার্থীরা সুমধুর তেলাওয়াত, মসনূন দুয়া এবং জুমা, জানাজা ও ঈদের নামাজে নিয়ম, মৃতব্যক্তির গোসল, কাফন-দাফনের পদ্ধতি প্রদর্শন করেন।সমাজকর্মী মিজানুর রহমান মির্জার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন – জামিয়া গহরপুর এর প্রধান মুফতি আল্লামা আব্দুল্লাহ, জামিয়া দারুল হুদা সিলেটের মুহতামিম মাওলানা মুজিবুর রহমান কাসেমী, শিক্ষাসচিব হাফিজ মাওলানা আব্দুল্লাহ, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ শাহ মো. হেলালসহ এলাকার সর্বস্তরের যুবক ও মুরব্বিরানগন।অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন- শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহমান (কলুমার হুজুর)।