শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী সমাজকর্মী ইসলাম উদ্দিনকে নিয়ে আয়না প্রকাশনার মতবিনিময়



সমাজসেবামূলক সংগঠন ‘ইউশা ইউহান ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মো. ইসলাম উদ্দিনের দেশে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনিয়মিত পত্রিকা আয়না’র প্রকাশনা পরিষদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বালাগঞ্জের নশিওরপুরস্থ আয়না’র কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মো. ইসলাম উদ্দিন। সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী সমাজকর্মী মো. ইসলাম উদ্দিনকে আয়না প্রকাশনার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনিয়মিত পত্রিকা আয়না’র সম্পাদক, দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মইনুল ইসলাম সালেহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েসুল আলম কয়েস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এমএ কাদির, কোষাধ্যক্ষ এসএম হেলাল, নশিওরপুর জাগরণী যুব সংঘ (রেজি. নং-৫০৩/৯৭)’র সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!