সমাজসেবামূলক সংগঠন তরিকুন নেছা ফাউন্ডেনের উদ্যোগে দক্ষিণ সুরমায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বীরমঙ্গল গ্রামে হাজী মদরিছ আলীর বাড়িতে স্থানীয় বিভিন্ন গ্রামের আড়াই শতাধিক পরিবারের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
তরিকুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মোহাম্মদ আলী সুহেল এবং তার পরিবারের সদস্য ফরহাদ ইলিয়াস, মো. সারিক আলী, সাদিক আলী প্রমুখের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, তরিকুন নেছা ফাউন্ডেশনের বাংলাদেশ টিমের সদস্য মতিউর রহমান, কবির আহমদ, তারেক আজিজ রাহী, মারুফ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান অতিথি ফখরুল ইসলাম সাইস্তা চেয়ারম্যান শীতের আগেভাগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য তরিকুন নেছা ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, তরিকুন নেছা ফাউন্ডেশন দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে টিউবওয়েল বিতরণ, বিনামূল্যে চিকিৎসা প্রদান, অর্থ এবং খাদ্যসামগ্রী বিতরণসহ এলাকার আর্ত-মানবতার সেবায় যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার।