বালাগঞ্জ উপজেলার গহরপুরে বরেণ্য বুযুর্গ শায়খুল হাদীস আল্লামা হাফিজ নূরউদ্দিন গহরপুরী (রহ.)-র নামানুসারে মাওলানা মুহিবুর রহমান (রহ.) প্রতিষ্ঠিত আন-নূর মহিলা মাদরাসা চাম্পারকান্দির ৮ম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল কাইয়ূম হাজীপুরী।
মাহফিলে বক্তৃতা করেন মৌলভীবাজার রায়পুর মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুশ শহীদ শায়খে চাম্পারকান্দি, মাওলানা আজিজুর রহমান ইসলামাবাদী, মাওলানা শরিফ উদ্দিন বড়বন্ধী, মাওলানা আব্দুল হাই বাহুবলী, হাফিজ মাওলানা সালেহ আহমদ মক্কী, মুফতি নূরুল আমীন ঢাকা, হায়দারপুর জামে মসজিদের ইমাম মাওলানা জুনাইদ আহমদ, মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান, নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুল জলিল প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাদ্রাসার অন্যতম দাতা সদস্য, সমাজকর্মী ফয়েজ আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, স্থানীয় ইউপি সদস্য আশিকুর রহমান আশিক প্রমুখ।