সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গুচ্ছ কবিতা ।। ফাহমিদা ইয়াসমিন



ফাহমিদা ইয়াসমিন

কবি ফাহমিদা ইয়াসমিন এর একগুচ্ছ কবিতা।

ভালোবাসা

ক্লান্তির পর যখন চোখ বুঁজি
তোমাকে দেখি
নিরবে ভাসে জল
নদী হয় নিরবধি।
জীবনের সব পাখি দূরে চলে যায়
তখন তুমি আসো
কোন ক্লান্তি নাই
পাশে বসো
ভালোবাসো খুব ভালোবাসো।
আমি বলি কি দেবো তোমায়
এখন তো আমার বিকেল বেলা
সন্ধ্যা হয় হয়।
তুমি বলো মন থেকে একটি হাসি দাও ।

বিদ্রোহী ক্ষোভ

অসহায় নগরে কে দেবে মুছে জল
সমুদ্রের ফেনা ভাসে
জীবন বয়ে।

বিচারের কৌটা নিরব দর্শক
প্রতিবাদের সুর ও আচানক।

নারীর ধর্ষণে জাগো নারী
খোলো চোখ হে অবলা!
কত আর পোহাবে নিরবে
অসহ্য যাতনা
একা একা
একেলা।

নরপশুর ক্রোধে ধ্বংসিত
কালে
আঘাত করো
বিদ্রোহিনী,বাঘিনী সাজো ;
আজ তুমি কাল সে
নিঃশেষ হবে  সমাজ,
কোথা রবে ভয় কাতরতা
আর লাজ।
ধর্ষণ ধর্ষণ চারদিকে ধর্ষণ
কুকুর পুরুষ তুমি,
তোমার কি নেই মা বোন
জন্ম দিয়েছে
কোন সে জননী।
ঘরে ঘরে জাগ্রত করো
চেতনা
বিচার সে তো
হাতের তুরুপ,
আজ আর কাল নয়
আনবো সকাল
জাগো নারী
জাগাও বিদ্রোহী ক্ষোভ!!!

নিশি পদ্য

মেঘলা আকাশের মতোই
মনের বাগানে ফুলগুলো ফুটে
তুমি কেমন করে ভুলে যাও
তারাদের
কথা
দিশেহারা হও কিসের বেদনায়
কোনসে সঙ্গীতে ঘুমিয়ে যাও
কেমন করে ভুলে যাও
ঝিঁ ঝিঁ পোকাদের গান।
আকাশে যখন চাঁদ ওঠে
আমি না মেঘের অন্তরালে খুঁজি
তোমার চোখ মুখ সমগ্র আবয়ব
কে যেন আমাকে বলে
তোমাকেই খুঁজতে
আর চোখ বুঁজতে।
তোমার নিরবতা
নিস্তব্ধতার নিদারুণ চিত্র
কি মেঘলা রঙ্গে
এখনো আঁকে আমায়
ভালোবাসার দেয়ালে
লিপিবদ্ধ করে
আমাদের স্বপ্নিল গল্প।
মেঘলা আকাশ  দেখেই
কল্পনায় কত বার বলি
এসো ধরি হাত
বলে দেই কানে কানে
প্রেমের গুঞ্জন
যেখানে তুমি আমি রচনা করি
গভীর প্রেমের নিশি পদ্য।।

স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি
সদ্য প্রসবিত শিশুর
মুক্ত কান্না,
স্বাধীনতা তুমি
মায়ের কোলে সেই শিশুর
হাসির বন্যা।
স্বাধীনতা তুমি মনোতার বন্ধনে
আমার বাংলাদেশ,
প্রবাসে থেকে প্রিয় ভালোবাসা
আমারি স্বদেশ।
স্বাধীনতা তুমি
প্রজাপতির ডানা
জোনাইয়ের মিটি মিটি জ্বলা,
স্বাধীনতা তুমি আমার আকাশে
মুক্ত কথা বলা।
স্বাধীনতা তুমি
কৃষ্ণচূড়ার লালে লাল নগর
স্বাধীনতা তুমি মনো নদীর
স্রোতস্বি বাসর।
স্বাধীনতা তুমি
আমার মাটিতে উন্নয়নের সংবাদ
স্বাধীনতা তুমি
অন্যায়ের প্রতি তীব্র প্রতিবাদ।
স্বাধীনতা তুমি প্রেমিকের হাসি
প্রেমিকার খোঁপায় ফুল,
স্বাধীনতা তুমি শুধুই তুমি
আমার কানের দোল।

—————

এবারের অমর একুশে বইমেলায় কবি ফাহমিদা ইয়াসমিনের তিনটি গ্রন্থ লিখন প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে। গ্রন্থ তিনটি হচ্ছে  – ডায়েরির শেষ পাতা ( উপন্যাস ), ফুল ফোটে পাখি উড়ে ( ছড়াগ্রন্থ ) ও বিদ্রোহী বিক্ষোভ (কাব্যগ্রন্থ)। পরিবেশক স্টল নং ৫৯৮ (আদিত্য অনীক প্রকাশনী), মারম্যাইড স্টল নং- ৯০ উন্মুক্ত স্টল, লিটল ম্যাগ : রুপন্তি স্টল।

তাছাড়া জসিম বুক স্টল ও জসিম বুক হাউস আম্বরখানা- সিলেট এবং মৌলভী বাজার এ পাওয়া যাবে – আবদুল হাই ইদ্রিছ, শব্দচর প্রকাশনী, হাসান ম্যানশন, শমশেরনগর রোড, চৌমুহনা, মৌলভীবাজার। মোবাঃ ০১৭১৫ ৯৭৬১৩৪ ও  ফারহাত সুজ, ইলিয়াছ শপিংসেন্টার-১৬১, কোর্ট রোড চৌমুহনা মৌলভীবাজার, সিলেট।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!