শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এবার ফেঞ্চুগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭৯৭জন শিক্ষার্থী



সারা দেশের ন্যায় আগামীকাল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও মাদ্রাসা থেকে সমমান দাখিল পরীক্ষায় ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে এবার অংশ নিচ্ছে ১৭৯৭ জন শিক্ষার্থী। তার মধ্যে স্কুল থেকে এসএসসিতে ১৪৩৭জন ও মাদ্রাসা থেকে দাখিলে অংশ নিচ্ছে ৩৬০জন পরীক্ষার্থী।

উপজেলার ১১টি স্কুল থেকে মোট ১৪৩৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তার মধ্যে ছাত্র সংখ্যা ৬০২ ও ছাত্রী ৮৩৫ জন। এবং উপজেলার ৭টি মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৬০জন শিক্ষার্থী। তার মধ্যে ছাত্রী ১৯৯ জন ও ছাত্র ১৬০ জন।

উপজেলার দুটি কেন্দ্র ও দুটি ভেন্যু থেকে এ পরিক্ষা অনুষ্টিত হবে। কেন্দ্র দুটি হচ্ছে কাসিম আলী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ও ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসা। ভেন্যু দুটি হচ্ছে ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজ। এ চার টিতে উপজেলার ১৭৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

বেশ কয়েক বছর থেকে উপজেলার প্রতিটি পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রী সংখ্যা বেশি। এবার স্কুলে ছাত্রদের চেয়ে ২৩৩জন ছাত্রী বেশি। মাদ্রাসাতে ও ছাত্রদের চেয়ে ৩৮ জন ছাত্রী বেশি।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ট ভাবে সুন্দর পরিবেশে সম্পন্ন হবে বলে এ প্রতিবেদককে তিনি জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!