বালাগঞ্জ উপজেলার খাঁপুর গ্রামের জয়নাল আহমদের গৃহনির্মাণের জন্য গহরপুর এলাকার আরব আমিরাত প্রবাসীদের সংগঠন ‘গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’ এর পক্ষ থেকে ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। গত সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ‘গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’ এর প্রতিনিধি হিসেবে জয়নাল আহমদের কাছে এ অর্থ হস্তান্তর করেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য মুজিবুর রহমান এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু।
এদিকে ‘গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’ এর সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, কোষাধ্যক্ষ রাহেল আহমদ এলাকার দুস্থ, অসুস্থদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিবর্গের প্রতি আহবান জানিয়েছেন। এ বিষয়ে আলাপকালে তারা জানান, আরব আমিরাত অবস্থানরত গহরপুরের প্রবাসীদের নিয়ে এলাকার গরিব, অসহায়দের সহায়তার জন্য ‘গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’ গঠন করা হয়েছে।