ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান- রোববার সকালে ইউএনও রাখী আহমেদ অসুস্থ হয়ে পড়লে তিনি নমুনা দিয়েছিলেন। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে।
বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন এবং সবার দোয়া চেয়েছেন।