সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে ‘বঙ্গপ্রদেশ : বঙ্গবন্ধু সম্প্রীতি স্মারক সম্মান’ পেলেন কবি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ



ভারতে ‘বঙ্গপ্রদেশ : বঙ্গবন্ধু সম্প্রীতি স্মারক সম্মান’ পেলেন কবি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। রবিবার (২৯ ডিসেম্বর ২০১৯) ভারতের পশ্চিমবঙ্গে সৈকত শহর দীঘার জাহাজবাড়ি পর্যটন কেন্দ্রের অডিটোরিয়াম হলে  ‘বঙ্গবন্ধু রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউণ্ডেশন’ এর সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল রুরাল নিউজপেপার ওনার এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত ‘বঙ্গপ্রদেশ : বঙ্গবন্ধু সাহিত্য সম্মেলন’-এ কবি মোহাম্মদ আব্দুল ওয়াহিদকে সাহিত্য চর্চা ও সাহিত্যিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ‘বঙ্গপ্রদেশ : বঙ্গবন্ধু সম্প্রীতি স্মারক সম্মান’ প্রদান করা হয়।

সম্মেলনে দুই বাংলার কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, প্রাবন্ধিক, গল্পকার, সংস্কৃতিকর্মী, অধ্যাপকমন্ডলীসহ গুণীজনদের মিলন মেলায় মুখরিত হয়ে ওঠে সৈকত শহর দীঘা জাহাজ বাড়ী পর্যটন কেন্দ্র। স্বামী বিরজানন্দ মহারাজ এর সভাপতিত্বে, চিত্তরঞ্জন মাইতি ও ঔপন্যাসিক সুকেশ কুমার মন্ডলের যৌথ সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অধ্যাপক ড, শচীনন্দন সাউ, অধ্যাপক ড, পিনাকী দাস, অধ্যাপক ড, জ্যোতির্ময় রায় চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, ড. লুৎফুর রহমান, সীতারাম সেনাপতি, চলচ্চিত্র পরিচালক এ্যালবার্ট খান, প্রাক্তন জেলা সভাধিপতি মধুরিমা অধিকারী, সাংবাদিক হারুন অর রশিদ সাগর, ভারতের বিখ্যাত আন্তর্জাতিক কবি সুব্রত ভট্টাচার্য ঋকতান, কবি ও শিক্ষক মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সাংবাদিক তরুণ ভট্টাচার্য, সাংবাদিক অংশুমন ফাদিকার, কবি রওনক আহমদ এনাম গীতিকার কবি রাফিদ আহমদ, কনিস্ক শাসমল, সুজিত ভৌমিক প্রমুখ।

তাছাড়া ভারতে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত কুসুম সাহিত্য অঙ্গন পত্রিকার পক্ষ থেকে ‘কাব্যজ্যোতি’ সম্মাননা ও জামুড়িয়া দামোদরপুর জোনাকী সংঘের পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। কুসুম সাহিত্য পরিবারের পক্ষ থেকে ‘কাব্যজ্যোতি’ সম্মাননা স্মারক, উত্তরীয়, ব্যাজ, কুসুম সাহিত্য স্মারকগ্রন্থ ও সনদপত্র জামুড়িয়া নজরুল শতবার্ষিকী ভবনে তাঁর হাতে তুলে দেয়া হয়।

ভারতের আসানসোলে ‘আন্তর্জাতিক আলো সাহিত্য পত্রিকার’ পক্ষ থেকে ও কবি আব্দুল ওয়াহিদেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে – আসানসোল আলো সাহিত্য পত্রিকা স্মারক সম্মান, সনদপত্র, ব্যাজ, উত্তরীয়, আলো পত্রিকার স্মারক গ্রন্থ ২য় বর্ষ পঞ্চম সংখ্যা, ৩য় বর্ষ ১ম সংখ্যা, আন্তর্জাতিক আলো সাহিত্য পত্রিকার ২য় নিবেদন তপন কুমার মাজি সম্পাদিত কাব্যগ্রন্থ দৃপ্ত শিখা ও কথার মালায় নজরুল ৩য় খন্ড বই।

কবি আব্দুল ওয়াহিদের মূল শিকড় সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামে। তিনি বালাগঞ্জের মৈশাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বালাগঞ্জ শীতল পাটি সাহিত্য পরিষদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সিলেট এর বিভাগীয় সভাপতি।

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!